লকডাউন উঠলেই চলবে বিশেষ 400 টি ট্রেন। প্রস্তুতির দিকে ভারতীয় রেল।
কোন প্রস্তুতিতে ভারতীয় রেল?
1) প্রথমে শোনা গিয়েছিল মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে স্থির হয়েছে যে ১৫ মে পর্যন্ত দেশে বিমান ও ট্রেন চলাচল করবে না। তবে এবার খবর, ভারতীয় রেল কয়েকদিন আগেই একটি বৈঠকে বসে। যেখানে লকডাউন উঠলে কোন রূপরেখায় দেশে ট্রেন চলবে তা স্থির হয়েছে।আধার কার্ড আপডেটের জন্য ২০ হাজার কমন সার্ভিস সেন্টারকে (CSC)ছাড়পত্র।
বিশেষ ট্রেনের বন্দোবস্ত!
2) জনা গিয়েছে, দেশে ধাপে ধাপে ট্রেন চালানোর বন্দোবস্ত করছে রেল। ভারতীয় রেল দেশে প্রায় ৪০০ টি বিশেষ ট্রেন লকডাউন উঠে যাওয়ার পর চালানোর চেষ্টা করছে। এমনই এক পরিকল্পনার নথি তৈরি করছে রেল কর্তৃপক্ষ।৪০০ থেকে শুরু করে ক'টি ট্রেন?
3) প্রথম ধাপে ৪০০ টি বিশেষ ট্রেন চালাবে। এই আর্জি বিভিন্ন রাজ্য থেকে এসেছে। লকডাউনে বহু জায়গায় আট কে পড়া মানুষকে ঘরে ফেরানো দায়িত্ব এই ট্রেনগুলির। এরপর ধাপে ধাপে ১০০০ টি পর্যন্ত ট্রেন ভারতীয় রেল চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে।মূলত পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভাবনা
4) ইতিমধ্যেই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তায় পড়েছেন।
আর তার জেরেই তাঁর ফোন করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। আর মুখ্যমন্ত্রীদের প্রস্তাব শুনেই এবার রেল নিজের রূপরেখা তৈরি করেছে। যদিও গতকাল থেকেই ভিন রাজ্যে আটকে পড়া পর্যটক, পরিযায়ী শ্রমিক,পড়ুয়াদের জন্য বাসের বন্দোবস্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র, যাতে তাঁরা বাড়ি পৌঁছে যেতে পারেন।


Post a Comment