আধার কার্ড আপডেটের জন্য প্রায় ২০ হাজার কমন সার্ভিস সেন্টারকে (CSC)ছাড়পত্র।


আধার কার্ড আপডেটের জন্য ২০ হাজার কমন সার্ভিস সেন্টার ( CSC ) কে অনুমতি দিল দয় ইউনিক আইডেন্টিফিকেশন অথিরিটি অফ ইন্দ্রিয়া ( UIDAI ) ২৪ এপ্রিল থেকে শর্তসাপেক্ষে সিএসসি ( CSC ) গুলােকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । 

এ বিষয়ে সিএসসি ই - গর্ভান্য়ন্স সার্ভিসের সিইও দীনেশ ত্যায়াগীকে লেখা চিঠিতে ইউআইডিএআই ( UIDAI ) জানিয়েছে শুধুমাত্র জনসংখুয়া বিষয়ক তথয় আপডেট করা যাবে।

 ইউআইডিএআই ( UIDAI ) - এর তরফে জানানাে হয়েছে ২০২০ সালের জুন মাসের শেষের দিকে গোটা পরিষেবা প্রস্তুত বা চালু করা হবে বলে আশা করা যাচ্ছে । এ প্রসঙ্গে তথয় প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন , ইআইডিএআই ( UIDAI ) - এর নির্দেশ মােতাবেক সিএসসি ( CSC ) VILLAGE LEVEL  Entrepreneur ( VLE ) আধারের কাজ শুরু করা হােক ।

Post a Comment

Previous Post Next Post