নিজ প্রতিবেদন:- ১ই জুন থেকে খুলছে জুটমেল, চায়ের দোকান।১ই জুন খুলছে, মসজিদ, মন্দির ও গুরুদ্বার। আটই জুন থেকে খুলছে সমস্ত সরকারি বেসরকারি অফিস।ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে।


তিনি বলেন পরিযায়ী শ্রমিকরা শ্রমিক স্পেশাল ট্রেন এ আসছেন। আদৌ কি কোন সুরক্ষা বিধিমালা হচ্ছে। একটা সিটে তিনজন করে বসছেন সামাজিক দূরত্ব বজায় না রেখে।
তাহলে কেন ট্রেন এতগুলো মানুষ গাদাগাদি করে যেতে পারলে। তাহলে চায়ের দোকান, মসজিদ, মন্দির, অফিস, জুটমিল, খুলুক।"


মুখ্যমন্ত্রীর ঘোষণা দোকান ও কর্মস্থল সংক্রান্ত।


1) #মুখ্যমন্ত্রীর ঘোষণা দোকান ও কর্মস্থল সংক্রান্ত।
2) #১ই জুন থেকে খুলবে জুটমেল, চায়ের দোকানে, 100 শতাংশ।
3) #৮ই জুন থেকে 100 শতাংশ কর্মী নিয়ে খুলবে সব অফিস (সরকারি-বেসরকারি)

মুখ্যমন্ত্রীর ঘোষণা ধর্মস্থান প্রসঙ্গে।



1) ১ই জুন থেকে খুলবে মসজিদ, মন্দির, ও গুরুদ্বার। তবে মসজিদ, মন্দির, ও গুরুদ্বারে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না।
ধর্মস্থান গুলিতে স্বেচ্ছাসেবক রাখতে হবে। ভিতরে বড় কোনো অনুষ্ঠান করা যাবে না।


মুখ্যমন্ত্রী আরও জানান যে বেশি জ্বর হলে সাধারন হসপিটালে স্থানীয় চিকিৎসালয় চিকিৎসা করিয়ে নিন বা করোনা পরীক্ষা করিয়ে নিন।
তিনি বলেন বিল্ডিং গুলিতে কিংবা বস্তিগুলোতে বেশি সংক্রমণ ছড়াচ্ছে বিষয়টি খেয়াল রাখবেন।

News link click hear

1 Comments

Post a Comment

Previous Post Next Post