মানুষদের ফেরাতে মমতার সরকার দেবে ই-পাস

1) করোনা লকডাউনের ৪৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও রাজ্যের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে। এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন।
2) ই-পাস' ব্যবস্থা
পরিযায়ী শ্রমিক ছাড়াও ভিনরাজ্যে আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের জন্য 'অটোমেটেড ই-পাস' ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। যাঁরা নিজেদের ব্যবস্থায় নিজের বাড়িতে বা পছন্দের গন্তব্যে পৌঁছতে চান, তাঁদের জন্যই এই 'অটোমেটেড ই-পাস' ব্যবস্থা। এই ই-পাস পেতে কী করতে হবে, তাও জানিয়েছে রাজ্য সরকার।
3) কোন কোন পদ্ধতিতে আবেদন
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 'এগিয়ে বাংলা' পোর্টাল, www.wb.gov.in এ নির্ধারিত লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর ৮০১৭৮৪৫৫৫৫ বা ৫১৯৬৯ নম্বরে এসএমএস-এ যোগাযোগ করতে পারে। সেখানে তিন ধরনের পাসের কথা বলা হয়েছে।
4) ঢোকা ও বেরনোর জন্য উভয় পাস
যাঁরা পশ্চিমবঙ্গের বাইরে যাবেন, তাঁদের জন্য যেমন পাসের বন্দোবস্ত রয়েছে, তেমনই পশ্চিমবঙ্গে আসার জন্য পাসের বন্দোবস্ত রয়েছে ওই পোর্টালে। SMS নাম নথিভুক্ত করা যাবে SMS উপরিউক্ত নম্বরে পাঠাতে হবে।
5) SMS পদ্ধতি বিস্তারিত
আবেদনের সঙ্গে বর্তমান ঠিকানার ( PIN CODE NO ) নম্বর, কতজন যাত্রা করবেন তার বিবরণ দিতে হবে। SMS করতে হবে নিম্নোক্ত ফরম্যাটে- WB>space>COVID>space>source pincode>space>no of passengers (in two digits)। এরপর তা পাঠাতে হবে নির্দিষ্ট নম্বরে।
Whatsapp No- ৮০১৭৮৪৫৫৫৫

Amar bare jata chai
ReplyDeletePost a Comment