করোনা আবহে 'প্রচেষ্টা', নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ মার্চ (হি. স.): করোনা আবহে আরও এক নয়া প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রকল্পের পোশাকি নাম 'প্রচেষ্টা'। এই প্রকল্পের আওতায় থাকা মানুষদের প্রতিমাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Video Link Click Here
এদিন প্রকল্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, "করো না আতঙ্কের আবহে যে সমস্ত অসংগঠিত মানুষরা সংকটের মধ্যে রয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের প্রকল্প 'প্রচেষ্টা'।" যে সমস্ত মানুষরা দিন আনে দিন খায় রাজ্যের লোক ডাউনের জেরে তাদের রোজগার বন্ধ হয়েছে

তাই রাজ্য সরকারের তরফে সেই সকল মানুষদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে বলে এদিন জানান তিনি। ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে এই প্রকল্পের আওতায় আসার জন্য।
পাশাপাশি তিনি এ দিন আরেকবার মনে করিয়ে দেন আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার। গত শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকার ২ টাকা কেজির চাল সম্পূর্ণ বিনামূল্যে দেবে। ৭ লাখ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে। যেহেতু করোনা ভাইরাসের জেরে অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়েছে এবং নিম্নবিত্ত মানুষের উপার্জনেও টান পড়ছে, সেকারণেই বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মুহূর্তে মাসে পাঁচ কেজি করে চাল এবং গম ২ টাকা কিলো দরে উপভোক্তাদের দেওয়া হবে।



copyright by

1 Comments

Post a Comment

Previous Post Next Post