west bengal exit pass and entry pass apply online
ইতিমধ্যে করুনা ভাইরাসের আক্রান্ত ফলে
দেশের বাইরেও বহু নির্মাণ শ্রমিক এবং পড়ুয়া এবং ইত্যাদি শ্রেণীর মানুষেরা বাইরে আটকে পড়ে আছেন । তো উনারা বাড়ি আসার জন্য যে বিশেষ কষ্টকর এবং আসা যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওদেরকে উনারা আসার জন্য একটি আমাদের রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি সিস্টেম চালু করেছে।
অর্থাৎ আপনারা এটাকে বলা হয় বা আউট পাস যেটাকে বলা হয় এর মানে হচ্ছে আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল এ প্রবেশ করবেন তার জন্য একটা লাইসেন্স বললেই চলে এবং আউট পাস যেটাকে বলে আউট পাস হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল এর বাইরে কিভাবে যাবেন আউটপাস যে লাইসেন্স ওয়েস্ট বেঙ্গল আপনার কিভাবে আবেদন করবেন পশ্চিম বাংলার বাইরে অর্থাৎ আপনারা এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পরামর্শ নিতে পারেন।
এবং আপনার নামটি রেজিস্ট্রেশন করাতে পারেন আপনি কবে বাড়ি আসতে পারবেন এবং বিস্তারিত আপনার মনের ভাব প্রকাশ করে সমস্ত বিস্তারিত জেনে নিতে পারেন এই কন্টাক্ট নাম্বারে ফোন কনট্যাক্ট নম্বর হচ্ছে 033-2214-3526 এই নম্বরে আপনারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ
করতে পারেন এছাড়াও আপনার আরেকটি টোল ফ্রি নম্বর আছে যেটা হচ্ছে আপনার- 1070 এই টোল ফ্রি নম্বর আপনারা যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করতে পারেন এছাড়াও নিচে দেওয়া লিংকটিতে আপনারা ক্লিক করে আপনারা ইন পাস আউট পাস এর জন্য আবেদন করতে পারেন।


Thiruvananthapuram to kharagpur Jabar ticket ki vaba pabo.
ReplyDeletePost a Comment