বুধবার পড়ল সিমমোহর। চতুর্থ দফার লকডাউন এর মাঝেই বড় ঘোষণা 25 মে থেকে চালু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা।
লকডাউন এর মধ্যেই চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেললো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইটারে জানান সমস্ত নিয়ম কানুন মেনেই দেশের ভিতরে চালু হচ্ছে বিমান পরিষেবা।প্রত্যেকটি বিমানবন্দরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন 25 মে পরিষেবা চালুর জন্য প্রস্তুত থাকে। এছাড়াও জানানো গিয়েছে বিমান যাত্রার জন্য কি কি নিয়ম মানা প্রয়োজন বা কি কি সরঞ্জাম সঙ্গে রাখতে হবে সবকিছু জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য মঙ্গলবার দেড় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে ২০০ টি নন-এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভিন্ন রাজ্যে আটকে পড়ে থাকা মানুষ সহজেই বাড়ি ফিরতে পারবে।
এদিন হরদীপ সিং পুরীর ঘোষণায়, জানা গেল সেই রেল পরিষেবার আগেই চালু হয়ে যাচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। মার্চের শেষে লকডাউন ঘোষণা হওয়ার দিন দুয়েক আগেই থেকেই আন্তর্জাতিক উড়ান নিষিদ্ধ করা হয়েছিল। তবে লকডাউন এর পর বন্ধ হয়ে যায় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। তবে এবার পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে।
train list download pdf- click hear
book e-ticket- click hear
লকডাউন এর মধ্যেই চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেললো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইটারে জানান সমস্ত নিয়ম কানুন মেনেই দেশের ভিতরে চালু হচ্ছে বিমান পরিষেবা।প্রত্যেকটি বিমানবন্দরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন 25 মে পরিষেবা চালুর জন্য প্রস্তুত থাকে। এছাড়াও জানানো গিয়েছে বিমান যাত্রার জন্য কি কি নিয়ম মানা প্রয়োজন বা কি কি সরঞ্জাম সঙ্গে রাখতে হবে সবকিছু জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য মঙ্গলবার দেড় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে ২০০ টি নন-এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভিন্ন রাজ্যে আটকে পড়ে থাকা মানুষ সহজেই বাড়ি ফিরতে পারবে।
এদিন হরদীপ সিং পুরীর ঘোষণায়, জানা গেল সেই রেল পরিষেবার আগেই চালু হয়ে যাচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। মার্চের শেষে লকডাউন ঘোষণা হওয়ার দিন দুয়েক আগেই থেকেই আন্তর্জাতিক উড়ান নিষিদ্ধ করা হয়েছিল। তবে লকডাউন এর পর বন্ধ হয়ে যায় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। তবে এবার পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে।
train list download pdf- click hear
book e-ticket- click hear

Post a Comment