1) লকডাউন ঘোষণা করার কয়েকদিন পরই দেশের গরিব মানুষদের কথা মাথায় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ।
2) আপনি কী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের লিস্টে রয়েছেন তাহলে আপনিও পেয়ে যাবেন বিনামূল্যে সিলিন্ডার ।ইতিমধ্যেই এই স্কিমের সুবিধা দেওয়ার জন্য সরকার গ্যাস ডেলিভারি শুরু করে দিয়েছে । এমনকি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোও শুরু করে দিয়েছে সরকার । এই স্কিমে যাদের নাম রেজিষ্টার্ড রয়েছে কেবল তারা এই সুবিধা পাবেন ।
3) এই যোজনায় যাদের নাম রেজিষ্টার্ড করা রয়েছে তারা এই সুবিধা পাবেন । অ্যাকাউন্টে সরকারের তরফে পাঠানো টাকা দিয়ে সিলিন্ডার ডেলিভারি নিতে পারবেন ।
4) এর জন্য মোবাইল নম্বর রেজিষ্টার্ড থাকা বাধ্যতামূলক । নতুন সিলিন্ডার বুকিং করার আগে কমপক্ষে ১৫ দিনের ব্যবধান রাখতে হবে । উজ্জ্বলা স্কিমে ১৪.২ কিলোগ্রামের ৩টি সিলিন্ডার গরিব কল্যাণ যোজনায় দেওয়া হবে । ১ মাসে একটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে ।



Post a Comment