কলকাতা : লকডাউন কঠোরভাবে পালন করা হবে। পাশাপাশি এলাকাভিত্তিক খােলা যাবে কিছু দোকান।মঙ্গলবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী।
কোন দোকান খুলছে
নতুন করে কোন কোন দোকান খুলছে -তালিকা জুয়েলারি , ইলেকট্রিক , ইলেকট্রনিক্সের দোকান , মােবাইল সার্ভিস , ছােট খাবারের দোকান । তবে ছােট দোকানেও বসে খাওয়া যাবে না । তাছাড়া এখনই কোনও বড় রেস্টুরেন্ট খুলছে না । , বিশ্ব বাংলা হাট খােলা হল । সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খােলা রাখা যাবে দোকানগুলাে । চালু করা হচ্ছে রফতানি ও আমদানি । গ্রিন জোনে জেলার মধ্যে বাস ও ট্যাক্সি চলবে ।দুই মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ । | করােনা মােকাবিলায় লকডাউন পালনের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে বাড়াতে তৎপরতা শুরু করতে হবে । ১০০ দিনের কাজে গুরুত্ব দিতে বলা হয়েছে । প্রয়ােজনে ১০০ দিনের কাজে শ্রমিক বাড়াতে হবে । ১০০ দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগাব । দুর্দিনে কেউ তাড়িয়ে দিলে সম্পর্ক রাখবেন না ।
কিষান ক্রেডিট কার্ড
১১ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে । রেশন কার্ড না থাকলে কুপন দেওয়া হবে । স্বনির্ভর গােষ্ঠীকে দিয়ে মাস্ক , গ্লাভস তৈরি করাতে হবে । মুখ্যমন্ত্রী বলেছেন , কোন জোনে কোন দোকান খুলবে , পুলিশ ঠিক করবে সচেতনতার । বিষয়গুলি ক্লাবগুলাে দেখুক ।অন্যদিকে রেড জোনকে তিনটি ভাগ করা হচ্ছে । রেড জোন এ : কোনও ছাড় নয় । রেড জোন বি : সামাজিক দূরত্ব মানলে ছাড় । রেড জোন সি : কনটেন্টমেন্ট জোনের বাইরের এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে ।
রেড জোনের তিনটি ভাগের কোথায় কী ছাড় । দেওয়া হবে তা ঠিক করবে পুলিশ । আগামী তিন দিনের মধ্যে সবকটা জোন ভাগ করবে পুলিশ ।




Hii
ReplyDeletePost a Comment