প্রচেষ্টা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এক নজরে দেখে নেওয়া যাক।


1) এই প্রকল্পে আবেদন করতে ভারতের নাগরিক হতে হবে।
2) একজন সাধারন দিনমজুর মানুষ এখানে আবেদন করতে পারবেন।
3) আপনারা যদি কোনো সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে আবেদন করতে পারবেন না।

4) আপনার পরিবারকে অবশ্যই বিপিএল অন্তর্ভুক্ত হতে হবে।
5) আবেদন কারির অবশ্যই জব কার্ড বা শ্রমিক কার্ড থাকতে হবে।
6) শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবেন।
7) রাজ্য সরকারের দেওয়া কোন ভাতা প্রকল্প থেকে যদি ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না।

* প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হল।

1) আধার কার্ড থাকতে হবে।
2) ভোটার কার্ড।
3) জব কার্ড বা শ্রমিক কার্ড।
4) ব্যাংকের পাস বই থাকতে হবে।






প্রচেষ্টা প্রকল্প আবেদন ফর্ম click hear

Post a Comment

Previous Post Next Post