প্রত্যাশামতোই বড়লোক ডাউন এর মেয়াদ চতুর্থ দফার লকডাউন 4.0 চলবে 31 মে পর্যন্ত। টুইট করে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রক।
অর্থাৎ 18 ই মে থেকে 31 মে পর্যন্ত চলবে এই লকডাউন 4.0 তবে এবার ছাড়ের মাত্রা ও বেড়েছে। তবে কি কি খোলা থাকছে এ নিয়ে জারি করা হয়েছে এক গাইডলাইন বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্র।
দেখে নেওয়া যাক এক নজরে কোন কোন বিষয়ে মিলছে ছাড় আর কিসে মিলছে না তার বিস্তারিত।
১/ খুলে দেওয়া যাবে খেলা-ধুলা ও শরীরচর্চা কেন্দ্র তবে দর্শকদের প্রবেশে কোনো ছাড় নেই।
২/ তবে নিজের রাজ্যে জাতাতে আর থাকছে না কোন বাধা। দিনের বেলায় নিজের রাজ্যের যেকোনো প্রান্তে যেতে পারবেন সংশ্লিষ্ট রাজ্যবাসী।
৩/ তবে আগের মতোই বন্ধ থাকছে সরকারি সমস্ত অফিস।
৪/ বন্ধ থাকছে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান।
৫/ শুধুমাত্র চিকিৎসা সরঞ্জাম ও বিশেষ কয়েকটির ক্ষেত্রে ছাড়।
৬/ তবে, রেড, অরেঞ্জ, গ্রীন, জনের পরিবর্তী সংজ্ঞা ঠিক হবে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ধার্য করা বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে।
৭/ 10 বছরের কম বয়সী শিশুদের বাড়ির বাইরে পা রাখা জারি সরকারি নিষেধাজ্ঞা।
তবে অত্যবশ্যকীয় পণ্য এমন সামগ্রী সকাল 7 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত কেনাকাটা করা যাবে শর্তসাপেক্ষে।
অর্থাৎ 18 ই মে থেকে 31 মে পর্যন্ত চলবে এই লকডাউন 4.0 তবে এবার ছাড়ের মাত্রা ও বেড়েছে। তবে কি কি খোলা থাকছে এ নিয়ে জারি করা হয়েছে এক গাইডলাইন বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্র।
দেখে নেওয়া যাক এক নজরে কোন কোন বিষয়ে মিলছে ছাড় আর কিসে মিলছে না তার বিস্তারিত।
১/ খুলে দেওয়া যাবে খেলা-ধুলা ও শরীরচর্চা কেন্দ্র তবে দর্শকদের প্রবেশে কোনো ছাড় নেই।
২/ তবে নিজের রাজ্যে জাতাতে আর থাকছে না কোন বাধা। দিনের বেলায় নিজের রাজ্যের যেকোনো প্রান্তে যেতে পারবেন সংশ্লিষ্ট রাজ্যবাসী।
৩/ তবে আগের মতোই বন্ধ থাকছে সরকারি সমস্ত অফিস।
৪/ বন্ধ থাকছে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান।
৫/ শুধুমাত্র চিকিৎসা সরঞ্জাম ও বিশেষ কয়েকটির ক্ষেত্রে ছাড়।
৬/ তবে, রেড, অরেঞ্জ, গ্রীন, জনের পরিবর্তী সংজ্ঞা ঠিক হবে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ধার্য করা বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে।
৭/ 10 বছরের কম বয়সী শিশুদের বাড়ির বাইরে পা রাখা জারি সরকারি নিষেধাজ্ঞা।
তবে অত্যবশ্যকীয় পণ্য এমন সামগ্রী সকাল 7 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত কেনাকাটা করা যাবে শর্তসাপেক্ষে।

Post a Comment