হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। ইতিমধ্যে নতুন একটি বিজ্ঞপ্তি এসেছে যেটা রেলের তরফ থেকে নিয়োগ চলছে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন পদে।
অসংখ্য পদে নিয়োগ চলছে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এই পোস্টে।
উল্লেখ করা যেতে পারে সারা দেশে রেলের ৫৮৬টি হেলথ ইউনিট, ৪৫টি মহকুমা হাসপাতাল, ৫৬ টি ডিভিশনাল হাসপাতাল,৮টি উৎপাদনক্ষম হাসপাতাল ও ১৬টি জোনাল হাসপাতাল আছে। এর একটা বড় অংশকেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে লাগানো হবে।
আড়াই হাজারেরও বেশি চিকিৎসক ও পঁয়ত্রিশ হাজারেরও বেশি প্যারামেডিক্স কর্মী এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও রেলের স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন।
উল্লেখ করা যেতে পারে রেল ইতিমধ্যেই নিজেরা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পোশাক তৈরি করছে। বর্তমানে দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রয়োজনে উৎপাদন আরও বৃদ্ধি করা হবে।
Apply now online
follow the link
অসংখ্য পদে নিয়োগ চলছে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এই পোস্টে।
উল্লেখ করা যেতে পারে সারা দেশে রেলের ৫৮৬টি হেলথ ইউনিট, ৪৫টি মহকুমা হাসপাতাল, ৫৬ টি ডিভিশনাল হাসপাতাল,৮টি উৎপাদনক্ষম হাসপাতাল ও ১৬টি জোনাল হাসপাতাল আছে। এর একটা বড় অংশকেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে লাগানো হবে।
আড়াই হাজারেরও বেশি চিকিৎসক ও পঁয়ত্রিশ হাজারেরও বেশি প্যারামেডিক্স কর্মী এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও রেলের স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন।
উল্লেখ করা যেতে পারে রেল ইতিমধ্যেই নিজেরা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পোশাক তৈরি করছে। বর্তমানে দিনে হাজারটি পি পি ই তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রয়োজনে উৎপাদন আরও বৃদ্ধি করা হবে।
Apply now online
follow the link
1) Registration Link for DOCTORS -- https://forms.gle/ZhgQFaYjDDAW2sDS9
2) Registration Link for NURSES -- https://forms.gle/3pdCsMUbYC4DcpZN7
3) Registration for LAB ASSISTANTS /
RADIOGRAPHERS . https://forms.gle/X1Rn25uuXSq438op6
4) Registration for Hospital Attendant and House Keeping Assistant https://forms.gle/h8ChVeKHafRWZYUm7

PF Withdrawal | PF Withdrawal Online
ReplyDeletePost a Comment