হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন আজকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি এসেছে। যেটা কিছুদিন আগে নিয়োগ হলো ভলেন্টিয়ার পদে আমরা অনেকেই এপ্লাই করেছি বিভিন্ন রকম প্রসেসে কেউ ফোন করে আবার কেউ মেইল করে।

 তো বন্ধুরা যিনারা কল করে সাকসেসফুল হয়ে গেছেন তাদের আর কিছু করার নাই বা কিছু করতে হবে না আর যাদের মেইল করেছেন তারা প্লিজ একবার আপনার আপনাদের মেলে গিয়ে আপনাদের ইনবক্সটা চেক করুন।

 আপনাদের কাছে কোন মেইল এসেছে কিনা COVID-19 তরফ থেকে যদি আসে তো সেটা কি লেখা আছে সাকসেসফুল না ডেলিভারি ফেল যদি ডেলিভারি ফেল থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন টা সম্পূর্ণ হয়নি।


 তাই আবার একটি নতুন নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। সকলকেই যারা মেইল করেছেন বা যাদের মেলে রিপ্লাই এসছে ডেলিভারি ইনকমপ্লিট বলে তাদের সকলকেই পুনরায় অনলাইনে আবেদন করতে হবে নইলে তাদের ফর্মটা সরকারের কাছে পৌঁছাবে না তো বন্ধুরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বা কোন সাইবার ক্যাফে গিয়ে আপনার ফরমটি সম্পন্ন করুন।

VIDEO LINK click here

আবেদন করার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হলো।
1)  ইমেইল আইডি 2) মোবাইল নম্বর 3) আপনার এডুকেশন কোয়ালিফিকেশন 4) আপনি কোন জায়গায় বা কোথায় কাজ করতে ইচ্ছুক সেটা বললেই হবে এছাড়াও কিছু বেসিক বা সাধারণ কিছু তথ্য কিন্তু হ্যাঁ মোবাইল নম্বর কাছেই থাকতে হবে কারণ ওটিপি ভেরিফিকেশন করতে হবে।

Post a Comment

Previous Post Next Post